বাহারাইন যেতে কত টাকা লাগে এবং কোন কাজের চাহিদা বেশি
বাহারাইন যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে আপনি কোন কাজে উদ্দেশ্যে বা ভিসায়
যেতে চান তার উপরে। কারণ বাহরাইন বিভিন্ন ধরনের ভিসার খরচ ভিন্ন ভিন্ন হয়ে
থাকে। তাই সর্বপ্রথম আপনাকে নির্ণয় করতে হবে যে কোন ভিসায় আপনি যেতে চান।
বর্তমানে বাহারাইন কাজের ভিসা নিয়ে যাওয়ার জন্য অধিকাংশ মানুষ আগ্রহ
প্রকাশ করে থাকে। কিন্তু বাহারাইন যেতে কত টাকা লাগে এবং কোন কাজের চাহিদা বেশি
এ সম্পর্কে অনেকে জানে না। আশা করি এই আর্টিকেলটি মাধ্যমে বাহারাইন যেতে কত
টাকা লাগে এবং কোন কাজের চাহিদা বেশি জেনে নিতে পারবেন।
পেজ সূচিপত্রঃ বাহারাইন যেতে কত টাকা লাগে এবং কোন কাজে চাহিদা বেশি
- বাহারাইন যেতে কত টাকা লাগে
- বাহারাইন কোন কাজের চাহিদা বেশি
- বাহারাইন যাওয়ার জন্য কি কি করতে হবে
- বাহরাইন কোন কাজের বেতন বেশি
- এক ১ সমান বাংলাদেশের কত টাকা
- বাহারাইন দেশের আয়তন কত
- বাহারাইন ৫০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা
- বাহারাইন ১০০ টাকার সমান বাংলাদেশের কত টাকা
- FAQ বাহারাইন যেতে কত টাকা লাগে এবং বাহারাইন কোন কাজের চাহিদা বেশি
- লেখকের শেষ কথা/বাহরাইন যেতে কত টাকা লাগে এবং কোন কাজের চাহিদা বেশি
বাহারাইন যেতে কত টাকা লাগে
বাহরাইন যেতে কত টাকা লাগে সে সম্পর্কে জানার জন্য অনেকেই প্রশ্ন করে
থাকেন। আবার অনেকেই google এ সার্চ করে থাকে। আপনার জানার সুবিধার্থে আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ
সহকারে পড়ুন আশা করি জেনে নিতে পারবেন। বাহরাইন যেতে কত টাকা লাগবে সেটা
সম্পূর্ণ নির্ভর করে , আপনার কাজের ধরন বা ভিসার ক্যাটাগরির উপরে। আপনি যদি
এখানে বাংলাদেশ থেকে বাহরাইন ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান।
তাহলে আপনার জন্য ভিসা খরচ হতে পারে প্রায় ৪ লাখ টাকা থেকে ৫ লক্ষ
টাকা। আপনার এই খরচের মধ্যে মেডিকেল খরচ ভিসা খরচ আরো অন্যান্য প্রয়োজনিয়
সকল খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত।
বাহরাইন কোন কাজে চাহিদা বেশি
বাহারাইন কোন কাজে চাহিদা বেশি সেই সম্পর্কে জানার জন্য অনেকেই google এ
সার্চ করে থাকে। বাহারাইন বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে, তবে সেখানে কাজ
করতে যাওয়া অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাহিদা বেশি হয়। আপনিও যদি
বাহারাইন কোন কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট
একটি কাজের উপরে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে চাহিদা মত কাজ পাওয়া
যাবে। বাহরাইন সরকার বিভিন্ন কাজের চাহিদা অনুযায়ী ওয়ার্ড পারমিট ভিসা
বা অন্যান্য ভিসাতে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে।
আরো পড়ুন:
কানাডা ভিসা ফ্রি ফর্ম বাংলাদেশ
আপনাদের জানার সুবিধার্থে নিচে বাহারাইন যেসব কাজের চাহিদা বেশি সেগুলো
উল্লেখ করে দেওয়া হলো।
- কন্ট্রাকশন
- ইলেকট্রিশিয়ান
- মেকানিক্যাল
- ডাইভার
- ক্লিনার
- শপিংমলের কাজ
- বাসা বাড়ির কাজ
- হোটেলের কাজ
উপরে উল্লেখিত কাজের চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে। আপনি যদি উপরে
উক্ত কাজগুলোর মধ্যে যেকোনো একটি বা কয়েকটি কাজে অভিজ্ঞতা অর্জন করে যেতে
পারেন তাহলে প্রথম থেকে ভালো বেতনে কাজ করতে পারবেন।
বাহরাইন যাওয়ার জন্য কি কি করতে হবে
বাহারাইন যাওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেই সম্পর্কে অনেকে জানতে চাই। আপনি যদি বাহারাইন যেতে চান তাহলে আপনাকে যে সকল নিয়ম-নীতি অনুসরণ করতে হবে তা জেনে রাখা খুবই প্রয়োজন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাহারাইন যেতে চাইলে কি কি কাজ করতে হয় তা নিম্নে বর্ণনা করা হলো।প্রথমে আপনাকে নির্দিষ্ট করতে হবে আপনি কি জন্য যেতে চান কোন কাজের জন্য, নাকি টুরিস্ট ভিসার জন্য, লেখাপড়ার না ফ্যামিলির জন্য।
বিশ্বস্ত
এজেন্সি বা নিয়োগ কর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে এজন্য আপনাকে বিশ্বস্ত
এজেন্সি খুঁজে বের করতে হবে।
প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। যেমন ৬ মাস মেয়াদি পাসপোর্ট থাকতে হবে্ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনার ভোটার আইডি কার্ড , যদি ভোটার আইডি কার্ড না হয় তাহলে জন্ম নিবন্ধন এর ফটোকপি সঙ্গে থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্্ মেডিকেল সার্টিফিকেট, হোটেল বুকিং এর ডকুমেন্ট আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের অনুমতি পত্র ইত্যাদি।
ভিসার জন্য আবেদন করতে হবে বাহারিন দূতাবাসে। আপনি চাইলে নিজেই ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যদি নিজে না পারেন তাহলে কোন এজেন্সির মাধ্যমেও আবেদন করতে পারেন।
প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। যেমন ৬ মাস মেয়াদি পাসপোর্ট থাকতে হবে্ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনার ভোটার আইডি কার্ড , যদি ভোটার আইডি কার্ড না হয় তাহলে জন্ম নিবন্ধন এর ফটোকপি সঙ্গে থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্্ মেডিকেল সার্টিফিকেট, হোটেল বুকিং এর ডকুমেন্ট আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের অনুমতি পত্র ইত্যাদি।
ভিসার জন্য আবেদন করতে হবে বাহারিন দূতাবাসে। আপনি চাইলে নিজেই ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যদি নিজে না পারেন তাহলে কোন এজেন্সির মাধ্যমেও আবেদন করতে পারেন।
ভিসার সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর বিমানের টিকিট সংগ্রহ করতে হবে।
বাহরাইন নির্দিষ্ট ফ্লাইটে পৌঁছানোর পর ইমিগ্রেশন এর জন্য সকল ডকুমেন্ট
দেখাতে হবে। যদি কাদের উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই নিয়োগকর্তার সঙ্গে
পূর্বে যোগাযোগ করে নিতে হবে।
বাহারাইন কোন কোন কাজে বেতন বেশি
প্রতিটা দেশে কাজের বেতন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত
নির্ধারণ করা হয়। কাজের ধরন অনুযায়ী বেতন নির্ধারিত হয়ে থাকে বাহারাইন ও
ব্যতিক্রম নয়। বাহরাইনে কাজের ধরন ও দক্ষতার উপর ভিত্তি করেই বেতনের পরিমাণ
ভিন্ন হতে পারে সাধারণত উচ্চ বেতনের কাজগুলো নিম্নে বর্ণনা করা হলো।
তেল ও গ্যাস খাতঃ বাহারাইন একটি তেল সমৃদ্ধ দেশ এ কারণে তেল ও গ্যাস
শিল্পের কাজের সুযোগ এদেশে অনেক বেশি আপনি যদি বাহরাইন তেল ও গ্যাস
কোম্পানিতে কাজে যান ।এবং এ খাতের প্রকৌশলী টেকনিশিয়ান এবং ব্যবস্থাপক পদে
কাজ করে থাকেন। তাহলে আপনার বেতন সর্বনিম্ন বাহারাইন ৯০০ দিনার থেকে শুরু করে
৩০০০ হাজার দিনার পর্যন্ত মাসে মাসিক বেতন হিসাবে পেতে পারেন।
আরো পড়ুন:
কুয়েত হোটেল ভিসা বেতন কত
ইলেকট্রিশিয়ানঃএর কাজঃ আপনি যদি ইলেকট্রিশিয়ান কাজে বাহরাইনে যান
এবং আপনার ইলেকট্রিশিয়ান কাজের প্রতি ভাল দক্ষতা ও অভিজ্ঞতা থাকে, তাহলে
আপনি প্রতি মাসে প্রায় ৮০০ দিনার থেকে ১০০০ দিনার আজ পর্যন্ত প্রতিমাসে
ইনকাম করতে পারবেন। যদি বাংলাদেশী টাকায় এই দিনার গুলো কনভার্ট করে তাহলে
বেতন হবে প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি। আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজে
বাহারাইন যেতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষ তা অর্জন করে যেতে হবে।
ড্রাইভার ঃ আপনি যদি একজন ডাইভার হয়ে থাকেন। তাহলে আপনি
বাহারাইন ডাইভিং ভিসা নিয়ে যেতে পারেন। বাহারাইনে একজন অভিজ্ঞতা সম্পন্ন
ড্রাইভারের বেতন সর্বনিম্ন ৮০০ দিনার থেকে ১ হাজার দিনার পর্যন্ত দিয়ে থাকে।
এত পরিমান টাকা আপনি মধ্যপ্রাচ্যের যে কোন দেশে যান না কেন পাবেন না।
শুধুমাত্র বাহারাইন দেশেই একজন অভিজ্ঞতা সম্পন্ন দায়ভারকে আরশোদিনের
থেকে হাজার দিনার পর্যন্ত দিয়ে থাকি।
হোটেল ক্লিনারঃ আপনি যদি বাহারাইন কোন হোটেল ভিসায় যান সেখানে হোটেল
ক্লিনার এর কাজ করেন। তাহলে আপনি ভোটার ক্লিনার কাজ করে প্রতিমাসে প্রায় ২৫০
থেকে৩০০ ডিনার পর্যন্ত বেতন পেতে পারেন। যা বাংলা টাকায় কনভার্ট করলে
দাঁড়ায় প্রায় ৭০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।
উপরে উক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে। আপনি যদি অধিক বেতনে চাকরি
করার জন্য কোন দেশে যাব এটা নিয়ে ভেবে থাকেন তাহলে উক্ত আলোচনা থেকেই বুঝতে
পারলেন। সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে বাহরাইন দেশ যে কোন কাজের পড়ে আপনি যদি
দক্ষতা অভিজ্ঞতা থাকলেই চলবে
বাহারাইনে ১ টাকা সমান বাংলাদেশের কত টাকা
বাহরাইনের এক টাকা সমান বাংলাদেশি কত টাকা এই সম্পর্কে অনেকেই জানতে চায়।
আপনি যদি বাহারাইন প্রবাসী হন কিংবা আপনি যদি বাহারাইন কাজের উদ্দেশ্যে গিয়ে
থাকেন। তাহলে আপনাকে অবশ্যই পাহারায়নের টাকার মান সম্পর্কে একটা স্বচ্ছ
ধারণা থাকতে হবে।
আপনার যদি বাহরাইনের টাকার মান সম্পর্কে ধারণা না থাকে তাহলে কেমন একটা
দেখায় তাই না। আপনারা যারা বাহারাইনের এক টাকা সমান বাংলাদেশের কত টাকা এই
সম্পর্কে জানতে চান। এই পোষ্টের মাধ্যমে নিচে জেনে নিতে পারেন।
বাহরাইনের ১ টাকা সমান বাংলাদেশের প্রায় ৩২১.৭৯ টাকা।
বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব কত
আপনারা অনেকেই বাংলাদেশ থেকে বাহারাইনে কাজের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে
এমনকি শিক্ষার উদ্দেশ্যে গিয়ে থাকেন। কিন্তু অনেকেই জানেন না যে বাংলাদেশ
থেকে বাহারাইন এর দূরত্ব কত। আপনি যদি এই সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্ট
পড়ে জেনে নিতে পারবেন।
বাংলাদেশ থেকে বাহারানের দূরত্ব কত এটা মূলত নির্ভর করে আপনার যানবহন বা
রুটের উপরে। বাংলাদেশ থেকে বাহরাইন আকাশ পথে দূরত্ব প্রায় ৪ হাজার ৫০০
কিলোমিটার।
বাহারাইন দেশের আয়তন কত
অনেকেই জানার জন্যgoogle এ সার্চ দিয়ে থাকে বাহরাইন দেশের আয়তন কত।
দেশটি ছোট না বড় আপনি যদি বাহারাইন দেশে আয়তন সম্পর্কে জানতে চান তাহলে
আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টটি পড়ে আপনি জানতে পারবেন বাহারাইন
দেশের আয়তন সম্পর্কে।
বাহরাইন দেশের মোট আয়তন প্রায় ৭৮০ বর্গ কিলোমিটার যা বর্গমাইলে হিসাব করলে
দাঁড়ায় ৩০১ বর্গমাইল। বাহারাইন দেশ একটি দীপ দেশ এদেশের প্রায় ৭৮
পার্সেন্ট ভূমি নিয়ে গঠিত, যা ৬০৪ বর্গ কিলোমিটার উত্তর ও দক্ষিণ ৪৮
কিলোমিটার দীর্ঘ এবং এর প্রশান্ত বিন্দুতে পূর্বদেশ পশ্চিমে ১৬ কিলোমিটার
প্রসারিত। আশা করি বুঝতে পেরেছেন বাহারাইন দেশের আয়তন সম্পর্কে।
বাহারাইন ৫০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা
বাহারান এর ৫০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা এ সম্পর্কে অনেকেই জানেনা। তাই
এই সম্পর্কে জানার জন্য অনেকেরই আগ্রহ কাজ করে আপনি যদি বাহারানের ৫০০ টাকা
সমান বাংলাদেশের কত টাকা এ বিষয়ে জানতে চান তাহলে নিম্নে পোস্টটি
পড়ুন।
বাহরাইনের ৫০০ টাকা সমান বাংলাদেশের প্রায় ১ লক্ষ ৬১ হাজার ১৩ টাকা ৮
পয়সা। বৈদেশিক বিনিময় হার কমবেশি হওয়ার কারণে টাকার মান কম বেশি হতে
পারে।
বাহারাইনের ১০০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা
বাহরাইনের ১০০০ টাকা সমান বাংলাদেশের কত টাকা আপনারা যারা এই বিষয়ে জানেন
না। আজকে এ পোষ্টের মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন। অনেকে এই কথা কেউ
জানেনা যে বাহার আইনের টাকাকে দিনার বলা হয়। অর্থাৎ বাহরাইনের মুদ্রার নাম
হচ্ছে ডিনার। বাহারাইনের ১০০০ দিনার সমান বাংলাদেশের তিন লক্ষ ২৩ হাজার ৪২৬
টাকা ১৫ পয়সা।
F A Q বাহারাইন যেতে কত টাকা লাগে
প্রশ্ন বাহারাইন যেতে কত বয়স লাগে
উত্তর বাহরাইন কোন কাজের ভিসা নিয়ে যেতে আপনার বয়স অন্তত ২১ বছর থেকে ৬০
বছরের মধ্যে হতে হবে।
প্রশ্ন বাহারাইন যেতে কত সময় লাগে
উত্তর আপনি যদি সরাসরি আকাশ পথে বাংলাদেশ থেকে বাহরাইন যান তাহলে আপনার সময়
৪ থেকে ৫ ঘন্টা লাগতে পারে। আর যদি তানজিত ভাবে যান তাহলে 8 থেকে 12 ঘন্টা বা তার
চেয়েও বেশি সময় লাগতে পারে।
প্রশ্ন বাংলাদেশ টু বাহরাইন বিমান ভাড়া কত
উত্তর বাংলাদেশ টু বাহরাইন বিমান ভাড়া হচ্ছে ৫০ হাজার থেকে এক লাখ
টাকা।
প্রশ্ন বাংলাদেশ টু বাহারাইন কত কিলোমিটার
উত্তর বাংলাদেশ টু বাহারাইন ৪৫০০ কিলোমিটার
উপসংহার বাহারাইন যেতে কত টাকা লাগে
উপরোক্ত আলোচনা থেকে পেরেছেন যে, বাহারাইন যেতে কত টাকা লাগে বাহারাইনে
কোন কাজের চাহিদা বেশি বাহারানের বেতন কত বাহারনে কোন কাজে বেতন বেশি
ইত্যাদি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেল মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে
পেরেছেন।
আপনিও যদি বাহরাইন যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে উপরে উল্লেখিত কাজের উপরে
দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই প্রচুর টাকা
উপার্জন করতে পারবেন।
www.alltipsatoz.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url