গুগল এডসেন্স পাওয়ার জন্য ব্লগার ওয়েবসাইটের শর্ত ও নিয়মাবলী
Google এডসেন্স হল গুগলে একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যা ব্লগারদের জন্য আয় করার সুযোগ করে দেয়। তবে এডসেন্স অনুমোদন পেতে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। একটি মানসম্মত ও নীতিমালা অনুসরণকারী ব্লগ সাইড ছাড়া এডসেন্স অনুমোদন পাওয়া সম্ভব নয়।
এজন্য কন্টেনের মান ওয়েবসাইটের নকশা গোপনীয়তা নীতি ও অন্যান্য শর্ত মেনে চলা জরুরী। নিচে গুগল এডসেন্স পাওয়ার জন্য ব্লগার ওয়েবসাইটে প্রয়োজনীয় শর্ত ও নিয়মাবলী বিস্তারিত আলোচনা করা হলো।
পেজ সূচিপত্র: গুগল এডসেন্স পাওয়ার জন্য ব্লগার ওয়েবসাইটের শর্ত ও
নিয়মাবলী
- মানসম্মত ওয়েবসাইট তৈরির শর্ত
- কিওয়ার্ড রিসার্চ করা
- আকর্ষণীয় শিরোনাম(Title Optization)
- মেয়েটা ডেসক্রিপশন(Meta Description)
- হেডিং ও সাব হেডিং(h1,h2,h3)
- মানসম্মত ও মৌলিক কনটেন্ট তৈরি করা
- ন্যূনতম ১৫ থেকে ২০ টি পোস্ট থাকতে হবে
- ইন্টারনাল ও এসটারনাল লিংকিং
- পর্যাপ্ত ট্রাফিক (ভেজিটর থাকার জরুরী)
- উপসংহার/গুগল এডসেন্স পাওয়ার জন্য ব্লগার ওয়েবসাইটের শর্ত ও নিয়মাবলী
মানসম্মত ওয়েবসাইট তৈরির শর্ত
গুগল এডসেন্স পাওয়ার জন্য প্রথমেই আপনাকে একটি পেশাদার বা মানসম্মত ওয়েবসাইট তৈরি করতে হবে। মানসম্পন্ন ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন
- ডোমেইন ও হোস্টিংঃ ক্রয় করতে হবে যেমন .com.net.org.bd ইত্যাদি এই ধরনের ভালো মানের হোস্টিং ব্যবহার করতে হবে।
- প্রফেশনাল ডিজাইনঃ মোবাইল ফ্রেন্ডলি ও S E O অপটিমাইজ থিম ব্যবহার করতে হবে।
- ফাস্ট লোডিং স্পিডঃ ওয়েবসাইডে লোডিং স্পিড তিন সেকেন্ডের মধ্যে রাখতে হবে।
- S S L সার্টিফিকেটঃ ওয়েবসাইট নিরাপত্তা নিশ্চিত করতে S S L(https) ব্যবহার করতে হবে।
- সহজ নেভিগেশনঃ ডিজিটালরা যেন সহজে কনটেন্ট ব্রাউজ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কিওয়ার্ড রিসার্চ করা
আপনি লেখা শুরুতে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে পোস্ট লিখতে চান।
তারপরে উক্ত বিষয় মাথায় রেখে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিছু নিয়ম
অনুসরণ করতে হয়। যেমন
- কমপ্লিট ও লং টেল কিওয়ার্ড নির্বাচন করতে হয়।
- Google Keyword Planner,Ahrefs,Ubersuggest ব্যবহার করে কিওয়ার্ড গবেষণা করতে হয়।
- উদাহরণ" গুগল এডসেন্স পাওয়ার উপায় ২০২৫"
আকর্ষণীয় শিরোনাম (Title Optimization)
আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। আপনি যে কীওয়ার্ড রিসার্চ করেছেন সেই কিওয়ার্ড
যুক্ত করে ৫০ থেকে ৬০ ক্যারেজেড মধ্যে পোষ্টের টাইটেল রাখতে হবে। উদাহরণঃ "গুগল
এডসেন্স কিভাবে পাবেন?(আপডেট গাইড ২০২৫)"
মেটা ডেসক্রিপশন(Meta Description)
মেটা ডেসক্রিপশন দিতে হবে আপনি যে কিওয়ার্ড দিয়ে পোস্ট লিখছেন। সেই
কিওয়ার্ডের সাথে মিল রেখে ১৫৫ থেকে ১৬০ গ্যারেজের মধ্যে আপনাকে মেটাল দিতে হবে
উদাহরণঃ" google এডসেন্স অ্যাপ্রভাল পেতে হলে কি করতে হবে? বিস্তারিত
জানুন"
হেডিং ও সাব হেডিং(H1,H2,H3)
আপনার পোষ্টের মধ্যে থাকা
H1: প্রধান শিরোনাম
H2: সাবটাইটেল
H3: সেকশন টপিক
উদাহরণ:
H1: গুগল এডসেন্স পাওয়ার উপায়
H2: গুগল এডসেন্স আবেদন করার ধাপসমূহ
H3: কনটেন্ট অপটিমাইজেশন কৌশল
এই H1,H2,H3 মিল থাকতে হবে
মানসম্মত ও মৌলিক কনটেন্ট তৈরি করুন
গুগল এডসেন্স অনুমোদনের জন্য ব্লগের কনটেন্ট অবশ্যই মৌলিক তথ্যবহুল ও মানসম্মত
হতে হবে। কপি পেস্ট করা বা অন্যের কন্ঠে হুবহু প্রকাশ করা যাবে না। এতে এডসেন্স
অনুমোদন নাও পেতে পারেন। আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে মানসম্মত
ও মৌলিক কন্টেন তৈরি করার জন্য। যেমন
- ছোট ছোট অনুচ্ছেদে লিখতে হবে।
- বুলেট পয়েন্ট ও তালিকা ব্যবহার করতে হবে।
- ইমেজ ও ভিডিও ব্যবহার করতে হবে।
ন্যূনতম ১৫ থেকে ২০ টি পোস্ট থাকতে হবে
একটি নতুন ব্লগের জন্য সাধারণত ১৫ থেকে ২০ টি মানসম্মত পোষ্ট থাকা প্রয়োজন।
প্রতিটি পোস্ট 500 থেকে 1000 শব্দের মধ্যে হলে ভালো হয় এর চেয়ে আরো ভালো হয়।
আপনি যদি পনেরশো থেকে দুই হাজার শব্দের মধ্যে পোস্ট লিখতে পারেন। google
এডসেন্স পেতে আরও কিছু করনীয়। যেমন
- ওয়েবসাইট ১ থেকে ৩ মাসের পুরাতন হতে হবে। বিশেষ করে এটা ভারত পাকিস্তান ও বাংলাদেশি ব্লগারদের জন্য ভালো তবে ওয়েবসাইট ৬ থেকে ৭ মাস পুরাতন হলে আরো ভালো হয়। ২০ থেকে ৩ ০ টি ভাল মানের পোস্ট থাকলে দ্রুত এপ্রুভাল পাওয়া যায়।
- প্রতি মাসে ন্যূনতম পনেরশো প্লাস ভিজিটর থাকা উচিত।
- প্রতিদিন উন্নতম গুগল সার্চ কনসোল থেকে ১০০ টা ক্লিক থাকতে হবে।
- ওয়েবসাইটের কন্ঠের নীতিমালা মেনে চলা গুগল এডসেন্স প্রাইভেসি পলিসি নিষিদ্ধ কনটেন্ট যেমন হিংসা কপিরাইটেট অবৈধ কার্যক্রমও সংক্রান্ত ইত্যাদি পরিহার করতে হবে।
- নিয়মিত কনটেন্ট আপডেট করতে হবে।
- ব্লগের টপিক নির্বাচনের ক্ষেত্রে কপিরাইট বা ট্রেডমার্ক যুক্ত বিষয় পরিহার করতে হবে।
ইন্টার্নাল ও এক্সটার্নাল লিংক
আপনি যে পোস্ট লিখছেন সেই পোষ্টের মধ্যে অন্যান্য কোন পোস্টে লিংক দিন ।এবং
উচ্চমান সম্পন্ন external link দিন। তাহলে আপনার ওয়েবসাইটটি গুগলের কাছে
বিশ্বাস যোগ্য হয়ে উঠবে ।এতে করে আপনার google এডসেন্স প্রোফাইল পেতে সহজ হবে।
উদাহরণ আরো পড়ুন" S E O টিপস ২০২৫"
পর্যাপ্ত ট্রাফিক (ভিজিটর থাকা জরুরি)
যদিও গুগল নির্দিষ্ট কোন ট্রাফিক সংখ্যা নির্ধারণ করে না তবে কিছু ভিজিটর থাকা
ভালো। অগ্রান িক ট্রাফিক থাকলে অনুমোদন পাওয়ার সম্ভাবনা বাড়ি। তাই বলে
এডসেন্স অনুমোদন পাওয়ার জন্য কৃত্রিম ট্রাফিক বা ক্লিক এক্সচেঞ্জ প্লাটফর্ম
ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
উপসংহার/গুগল এডসেন্স পাওয়ার জন্য ব্লগার ওয়েবসাইটের শর্ত ও
নিয়মাবলী
Google এডসেন্স অনুমোদন পেতে হলে ধৈর্য ধরে ব্লগে গুণগত মান উন্নত করতে হবে।
আপনাকে নিয়মিত পোস্ট আপডেট করতে হবে। google নীতিমালা অনুসরণ এবং ভালো কনটেন্ট
তৈরি করার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। যদি উপরের নিয়ম গুলো মেনে চলেন
তাহলে আপনার ব্লগের জন্য গুগল এডসেন্স পাওয়ার সহজ হয়ে যাবে।
www.alltipsatoz.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url