কোন কাজের জন্য কোন ল্যাপটপ টি ভালো

  ল্যাপটপ এখন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। অফিসের কাজ থেকে শুরু করে গেম খেলা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কিংবা সাধারণত ইন্টারনেট বাউজিং সহ সবকিছুর জন্যই ল্যাপটপ ব্যবহার করে থাকি। 

কোন-ল্যাপটপ-টি-ভালো /কোন-কাজের-জন্য

তবে ল্যাপটপ কেনার সময় আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে জাতীয় সঠিক ল্যাপটপটি নির্বাচন করতে পারি। এ ব্লগে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কোন কাজ করতে কি ধরনের ল্যাপটপের প্রয়োজন।


পেজ সূচিপত্রঃ কোন কাজের জন্য কোন ল্যাপটপ টি ভালো

অফিসিয়াল কাজের জন্য কি ল্যাপটপ নির্বাচন করবেন 

হিসেবে আরজিবি যথেষ্ট এবং স্টোরেজ হিসেবে এসএসডি ২৫৬ জিবি বা তার বেশি থাকলে কাজটি আরো দ্রুত হবে। এর পাশাপাশি ল্যাপটপের ডিসপ্লের সাইজ ১৩ ১৩ থেকে ১৫ ইঞ্চি হওয়া টা ভালো। কারণ এরকম ডিসপ্লে আলা ল্যাপটপ আপনাকে বেশ আরামদায়কভাবে কাজ করতে সাহায্য করবে। এরপরে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে ব্যাটারি লাইফ বিশেষ করে যখন আপনাকে অফিসের বা বাইরে কাজ করতে হয় এক্ষেত্রে ৮ থেকে ১০ ঘন্টা ব্যাটারির লাইভ সহ ল্যাপটপ নির্বাচন করায় আপনার জন্য সর্বোত্তম হবে। 

গেম খেলার জন্য কি ধরনের ল্যাপটপ কিনবেন 

আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তাওবা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনি সঠিকভাবে জানেন না যে কোন ধরনের ল্যাপটপ হয় করলে আপনি ভালোভাবে গেম খেলতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার উচিত এমন একটি ল্যাপটপ নির্বাচন করা যা শক্তিশালী গ্রাফিক্স কার্ড এবং একটি দ্রুত প্রসেসর দ্বারা পরিচালিত ।intel i7  বাAMD Ryzen7 প্রজন্মের প্রসেসরএ ধরনের কাজের জন্য আদর্শ সাথে অবশ্যই থাকতে হবে Nvidia GeForce GTX বা Rtx গ্রাফিক্স কার্ড থাকতে হবে ।

যা গেমের জন্য খুবই প্রয়োজন। সঙ্গে থাকতে হবে ১৬ জিবি R A M এবং ৫১২ জিবি বা TB S S D স্টোরেজ গেমিং এর জন্য অত্যন্ত ভালো। গেমিং ল্যাপটপ এর ডিসপ্লে রেজিলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০৮০p বা আটকে রেজুলেশন ডিসপ্লে থাকা ল্যাপটপগুলো গেমিং অভিজ্ঞতাক আর উন্নত করতে সাহায্য করে। 

ভিডিও এডিটিং এর জন্য সেরা ল্যাপটপ কোনটি 

ভিডিও এডিটিং একটি শক্তিশালী সফটওয়্যার যেমন adobe permix pro final card pro ইত্যাদি চালানোর জন্য শক্তিশালী ল্যাপটপ প্রয়োজন এতে শক্তিশালী সিপিইউ যেমন ইন্টেল আই সেভেন বা এ এম ডি রজন নাইন প্রজন্মের প্রসেসর থাকতে হবে। ভিডিও এডিটিং এর জন্য ৩২ জিবি রেম এবং ৫১২ জিবি  SSD স্টোরেজ থাকতে হবে তার চেয়েও বেশি থাকলে আরো ভালো হয়। এছাড়াও একটি উচ্চ রেজুলেশন এর ডিসপ্লে যেমন ৪কে বা ১০৮০পি ডিসপ্লে প্রয়োজন হবে। যাতে করে আপনি ভিডিও যথাযথ বিস্তারিত দেখাতে পারেন। 

গ্রাফিক্স ডিজাইন ও থ্রিডি মডেলিং ল্যাপটপ 

গ্রাফিক্স ডিজাইন থ্রিডি মডেলিং এর ল্যাপটপ শক্তিশালী গ্রাফিক ক্ষমতা এবং প্রফেশনাল গ্রাফিক্স সফটওয়্যার চালানোর ক্ষমতা থাকতে হবে। এমন ল্যাপটপ এর জন্য একটি Nvidia Quadro বাAmd Ryzen 9 প্রসেসর্ট উপযুক্ত। রেম হিসেবে ১৬ জিবি বা ৩২ জিবি থাকা প্রয়োজন। ডিসপ্লে রেজুলেশন খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ডিজাইন কাজের জন্য হাজার ৮০পি বা চারকে রেজুলেশন ডিসপ্লে ও আইপিএস প্যানেল থাকার কারণে ডিজাইন করার সময় রংয়ের সঠিকতা বজায় রাখতে পারবেন। 

স্টুডেন্টদের জন্য সেরা ল্যাপটপ কোনটি 

অনেকেই জানতে চান যে স্টুডেন্টদের জন্য সেরা ল্যাপটপ কোনটি কিন্তু এ প্রশ্নের উত্তর অনেকেই জানেন না আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে স্টুডেন্টদের জন্য কোন ল্যাপটপটি সবচেয়ে সেরা। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক স্টুডেন্টদের জন্য সবচেয়ে সেরা ল্যাপটপ ইন্টেল আই থ্রি বা i5 প্রসেসরের ল্যাপটপ ৮ জিবি রেম এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ যথেষ্ট হবে। 

এছাড়াও ল্যাপটপের ডিসপ্লে সাইজ ১৩ থেকে ১৫ ইঞ্চি হওয়া উচিত কারণ এটি বহন করতে সহজ এবং পড়াশোনার জন্য আরামদায়ক। আরেকটি জিনিস স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাটারি লাইফ ৮ ঘণ্টা থাকা প্রয়োজন। যাতে করে ক্লাসে বা লাইব্রেরির যেকোনো কাজ করার সময় ব্যাটারির সমস্যা না হয়। 

ব্যবসার জন্য কি ধরনের ল্যাপটপ নির্বাচন করবেন 

ব্যবসায়ের জন্য ল্যাপটপ কেনার সময় মূলত শোটেবল নিরাপত্তা ও ফিচার এবং ব্যাটারি লাইফ গুরুত্বপূর্ণ। এখানে ইন্টেল কোর্স আই ৫ বা i7 প্রসেসর এর ল্যাপটপ আপনার পছন্দ হতে পারে। স্টোরেজ হিসেবে ২৫৬ জিবি এসএসডি এবং আরজিবি রেম থাকা যথেষ্ট। 

এছাড়াও ব্যবসায়ী ল্যাপটপের ডেডিকেটেড সিকিউরিটি ফিচার যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান্ড বা টিপিএম টিপস থাকতে হবে। ব্যবসায় ল্যাপটপের ডিসপ্লের সাইজ সাধারণত ১৩ ইঞ্চি থেকে ১৫ ইঞ্চি হওয়াটা ভালো এবং ব্যাটারি ক্যাপাসিটি ৮ থেকে ১০ ঘণ্টা থাকা উচিত। এর পাশাপাশি ল্যাপটপের কুলিং সিস্টেম ভালো হতে হবে যাতে দীর্ঘ সময় ব্যবহারে গরম না হয়। 

কন্টেন রাইটারদের জন্য কি ধরনের ল্যাপটপ প্রয়োজন 

একজন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শক্তিশালী প্রসেসর পর্যাপ্ত রেম এবং উন্নত গ্রাফিক্স কার্ড থাকা ল্যাপটপ প্রয়োজন। ব্লগ লেখার জন্য ইন্টেল আই সেভেন বা এ এম ডি রেজওয়ান ৭ এর মত প্রসেসর এবং ১৬ জিবি রেম বা তার বেশি যদি হয় তাতেও ভালো।

 হিস্টোরেজ হিসেবে 512 জিবি এবং এসএসডি অথবা ওয়ান টিভি এসএসডি প্রয়োজন হবে। কন্টাইন ক্রিয় টির জন্য ল্যাপটপের একটি সুন্দর স্টপ ডিসপ্লে থাকা অপরিহার্য ১০৮০পি এবং আটকে ডিসপ্লে এবং কমপক্ষে ১০০% এসআরজিবি কালার রেঞ্জ থাকাটা জরুরী। এছাড়াও ব্যাটারি লাইফ দীর্ঘ হতে হবে। 

অনলাইন শিক্ষার জন্য কি ধরনের ল্যাপটপ ক্রয় করতে হবে 

অনলাইনে শিক্ষা গ্রহণ করার জন্য আপনাকে ভালো ক্যামেরা মাইক্রোফোন এবং দ্রুত প্রসেসর থাকা জরুরী ইন্টেল আই থ্রি বা i5 প্রসেসর এইট জিবি রেম এবং ২৫৬ জিবি ssd স্টোরিজ এই ধরনের কাজের জন্য যথেষ্ট। ল্যাপটপে ৭২০ পি বা ১০৮০পি এইচডি ক্যামেরা থাকা উচিত যাতে ভিডিও ক্লাস দেখতে সমস্যা না হয়। ব্যাটারি লাইক ও দীর্ঘ হওয়া উচিত জাতি দীর্ঘ সময় ধরে অনলাইন ক্লাস করতে পারে। 

ট্রাভেলারদের জন্য কি ধরনের ল্যাপটপ কেনা উচিত 

ট্রাভেলারদের জন্য ল্যাপটপের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের ল্যাপটপটি হালকা পোর্টেবল এবং শক্তিশালী হওয়া উচিত কমপক্ষে ইন্টেল আই ফাইভ বা এএমডি রেজওয়ান ফাইভ প্রসেসর এইট জিবি রেম এবং ২৫৬ জিবি এস এস ডি স্টোরের সঙ্গে ডিসপ্লে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রাভেলারদের জন্য ল্যাপটপের ব্যাটারি দীর্ঘ হতে হবে যাতে করে ভ্রমণের সময় ব্যাটারির সমস্যায় পড়তে না হয়। 

উপসংহার/কোন কাজের জন্য কোন ল্যাপটপ টি ভালো

উপরে উক্ত আলোচনা থেকে আপনারা জানতে পেরেছেন যে অফিশিয়াল কাজের জন্য কি ল্যাপটপ নির্বাচন করবেন, গেম খেলার জন্য কি ল্যাপটপ ক্রয় করবেন। ভিডিও এডিটিং এর জন্য সেরা ল্যাপটপ কোনটি ,গ্রাফিক্স ডিজাইন করার জন্য কি ধরনের ল্যাপটপ ক্রয় করবে, ন্স্টু‌ডেন্টদের জন্য সেরা ল্যাপটপ কোনটি ,ব্যবসার কি ধরনের ল্যাপটপ নির্বাচন,করবে্‌ন, কন্টেন রাইটারের জন্য কি ধরনের ল্যাপটপ প্রয়োজন ইত্যাদি বিভিন্ন বিষয় ।

আশা করি উক্ত পোস্ট থেকে আপনি কিছুটা হলে উপকৃত হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এমন আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

www.alltipsatoz.comনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url